জামিয়া প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া দক্ষিণ র্পূব এশিয়ার বিখ্যাত দীনি দরসেগাহ, যা প্রতিষ্ঠালগ্ন থেকে কুরআন-সুন্নাহর বিশুদ্ধ তা’লীম-তারবিয়্যত ও ‘আহলুসসুন্নাহ ওয়াল জামাতে’র আকিদা প্রচার-প্রসার এবং ইসলামের সঠিক ইতিহাস-ঐতিহ্য ও মূল্যবোধের সংরক্ষণে নিয়োজিত। পাশাপাশি ইসলাম বিরোধী সব অপশক্তির প্রতিরোধ-প্রতিবাদে সদা সোচ্চার এবং মুসলমি সন্তানদরেকে সৎ, যোগ্য ও একনিষ্ট দাঈরূপে গড়ে তোলার ক্ষেত্রে ঈর্ষণীয় ভূমিকা পালন করে আসছে।
ই সলাম প্রিয় তাওহীদী ভাই-বোনেরা!
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া-বারকাতুহ,
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, বর্তমান বিশ্বের অন্যতম এবং বাংলাদেশের বহুমুখী বৃহত্তম ইসলামী শিক্ষাকেন্দ্র। প্রতিষ্ঠানটি ১৯৩৮ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। এ যাবত অত্র জামিয়া মুসলিম সমাজে পবিত্র কুরআন-হাদীছের আলো বিস্তার, ইসলামী তাহযীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার এবং পরিবশকে কুসংস্কারমুক্ত করার সক্রিয় পদক্ষেপ নিয়ে জাতির দিক নির্দেশনার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।
অত্র জামিয়ায় ধর্মীয় শিক্ষাদানের সাথে সাথে ছাত্রবৃন্দকে কর্মঠ করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন হস্তশিল্প ও কারিগরী বিদ্যার প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। প্রতি বছর জামিয়া থেকে উচ্চ শিক্ষা লাভ করে বিরাট সংখ্যক ছাত্রবৃন্দ মুফাস্সির, মুহাদ্দিস, মুফ্তি, মুবাল্লিগ, ইসলামী চিন্তাবিদ, আরবী সাহিত্যিক, ক্বারী ও হাফিযে কুরআন দেশ ও জাতির ব্যাপক দ্বীনি খিদমতে আত্মনিয়োগ করেন। প্রাথমিক স্তর থেকে দাওরা-ই-হাদিস (তাকমীল) পর্যন্ত সাধারণ দ্বীনি শিক্ষা শেষ করার পর জামিয়ায় তাফসীর, হাদীস, ফিক্বহ, আরবী সাহিত্য ও শীর্ষক উচ্চ পর্যায়ের বহুমুখী শিক্ষা বিভাগ রয়েছে, যা জামিয়ারই বৈশিষ্ট্য।
আল্লামা আবু তাহের কাসেমী নদভী | পরিচালক: আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
আল্লামা আবু তাহের কাসেমী নদভী | পরিচালক: আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ